Read more
এমন পাঁচটি ব্যবসার কথা বলব যা আপনি অফলাইনে শুরু করতে পারেন এবং যদি আপনার কোন দোকান থাকে বা ভাড়া দোকান নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই পাঁচটি ব্যবসার যেকোনো একটি শুরু করতে পারেন. এই ব্যবসা গুলি প্রত্যেকটাই কম বাজেটের অধিক লাভজনক ব্যবসা.
এভারগ্রীন বিজনেস প্ল্যান টপ 5 বিজনেস আইডিয়া
5 ) বিউটি পার্লার বা সেলুন : যদি আপনার দোকান থাকে তাহলে আপনি বিউটি পার্লার বা সেলুনের দোকান বিজনেস শুরু করতে পারেন. এই বিজনেস আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে, যদিও বর্তমানে করোনার জন্য মাঝে মাঝেই লকডাউন এর ফলে একটু বন্ধ যাচ্ছে অনেকেই এখন পার্লারে না গিয়ে বাড়িতে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু সেলুন বা বিউটি পার্লারের চাহিদা কমেনি, আমরা সকলেই কমবেশি সেলুন / বিউটি পার্লারে গিয়ে নিজেদের পরিচর্যা করতে বেশি পছন্দ করি.
এটা কম বাজেটে হাই প্রফিট মেকিং বিজনেস. এবং আপনি পার্লারের সাথে সাথে কাস্টোমারের বাড়িতে ভিজিট করেও সার্ভিস দিতে পারেন .
4) ফাস্টফুডের দোকান : বন্ধুরা তোমরা চাইলে ফাস্টফুডের দোকান দিতে পারো . এটাও একটা এভারগ্রীন বিজনেস আইডিয়া কারণ এই প্রোডাক্ট এর চাহিদা বা এই ধরনের খাবারের চাহিদা আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে. এবং আজকাল চাওমিন এগ রোল ধরনের ফাস্টফুড অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে বিক্রি করতে পারো. তোমার যদি থাকে সেখানে অনলাইনে বিক্রি করছে অনলাইন জামাটা সুইগী তে অনলাইনে কিন্তু বিক্রি করতে পারবে. এটা একটা কম বাজেটে অধিক লাভজনক ব্যবসা |
3) টেলারিং শপ বা দর্জির দোকান ঃ কম বাজেটে অধিক লাভজনক ব্যবসার আরেকটা হল টেলারিং সব বা দর্জির দোকান, তুমিও তো বলবে যে আমি তো দর্জির কাজ জানি না , দোকান দেওয়ার জন্য বন্ধুরা কাজ জানার দরকার হয় না । আমি আগেও বলেছি দক্ষ কর্মচারী নিয়োগ করলেই দোকান শুরু করা যায় ।
একজন ভালো বিজনেসম্যান হতে গেলে সবথেকে আগে একজন ভালো ম্যানেজমেন্ট মাস্টার হতে হবে। কারণ বিজনেসম্যান এর কাজই হলো বিভিন্ন সেক্টর কে ম্যানেজ করা সব সেক্টরের কাজ সে জানবে এমনটা প্রয়োজনীয়তা নেই ।
2) কসমেটিক বা সাজগোজের জিনিসের দোকান ঃ পুজো থেকে বিয়ে বাড়ি সব ক্ষেত্রেই আমরা সাজতে ভালোবাসি । কসমেটিক বা বিউটি প্রোডাক্ট এর চাহিদা সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ব্যবসাটাও একটা কম বাজেটের অধিক লাভজনক ব্যবসা। তুমি কম দামে বড়বাজার বা যেকোন হোলসেল মার্কেট থেকে ইমিটেশন জুয়েলারি বা বিউটি প্রোডাক্ট যেমন মেকআপ মেকআপ কিট এবং যত ধরনের বিউটি প্রোডাক্ট আছে, ব্র্যান্ডেড কিংবা নন-ব্র্যান্ডেড সেল করতে পারো।
বর্তমানে মহিলা পুরুষ সকলেই মোটামুটি ফ্যাশন-সচেতন। যে কোন অনুষ্ঠানে যেতে গেলে আজকাল সকলেই কিছু-না-কিছু জুয়েলারি কিংবা মেকআপ ব্যবহার করে।
এবং এই বিজনেসটা তুমি অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে কিন্তু করতে পারো ।
1) হোমমেড প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্টের দোকান ঃ এই ব্যবসাটা বর্তমানে ট্রেন্ডিং ব্যবসা বলতে পারো। একটু শহর বা শহরতলীতে দিকে যারা থাকো তাদের জন্য এই ব্যবসাটা আইডিয়াল। আজকাল সকলেই ভাল মানের জিনিসপত্র খোঁজে এবং হোমমেড অর্গানিক প্রডাক্ট এর বাজারে চাহিদা অনেক বেশি কিন্তু সেই তুলনায় যোগান কম অর্থাৎ মার্কেটে এই ধরনের প্রোডাক্টের বিক্রেতা কম ।
সুতরাং তুমি হবে তোমার এলাকার একমাত্র হোমমেড প্রোডাক্ট অর্গানিক প্রডাক্ট এর বিক্রেতা. এখন কাস্টমাররা ভালো জিনিস পেতে দাম নিয়ে সংকোচ করেনা , তুমি যদি কাস্টমারকে উন্নত মানের হোমমেড কিংবা অর্গানিক প্রডাক্ট সেল করো তাহলে কাস্টমার তোমার দোকানে আসবে এবং ধীরে ধীরে তোমার দোকানের গুডউইল তৈরি হবে.
হোমমেড প্রোডাক্টের একটা পিকচার ছবিআইডিয়া তোমাদের সাথে শেয়ার করছিঃ




0 Reviews
if you have any doubts, please let me know