Read more
বন্ধুরা তোমরা যদি নতুন বিজনেস শুরু করতে চাও এবং কি বিজনেস শুরু করবে সেটা বুঝতে পারছ না তাহলে এই বিজনেস আইডিয়া টা তোমাদের জন্য।
যে কোন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে । কিন্তু আজকে আমি যে বিজনেসটা কথা বলব সেটা একেবারেই ঝুঁকিবিহীন একটা বিজনেস প্ল্যান।
এটা হল ফ্র্যাঞ্চাইজি মডেল বিজনেস অর্থাৎ তুমি যদি কোন নামী কোম্পানীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করো সে ক্ষেত্রে তোমার ঝুঁকি একেবারেই নেই এবং প্রফিট বেশি ।
আজ আমি তিনটে এমন গভমেন্ট সংস্থার কথা বলব যারা নিজেদের ফ্র্যাঞ্চাইজি দিতে শুরু করেছে এবং নামমাত্র ইনভেস্টমেন্টে তোমরা এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজেদের বিজনেস স্টার্ট করতে পারো ঃ-
১ ) পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি - বর্তমানে ইন্ডিয়া পোস্ট , পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি দিতে শুরু করেছে। নামমাত্র ইনভেস্টমেন্টে তোমরা এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারো।
ইন্ডিয়া পোস্ট দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি খোলার অপশন বা সুযোগ রয়েছে- i) ফ্র্যাঞ্চাইজি আউটলেট , ii) পোস্টাল এজেন্ট ।
এ ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে-
i) ভারতের নাগরিক হতে হবে এবং 18 বছরের উর্ধ্বে বয়সসীমা হতে হবে
ii) মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস
iii) পোস্ট অফিসের ফ্যান্টাসি খোলার জন্য 200 থেকে 250 sq.ft জায়গা বা অফিস থাকতে হবে
iv) পোস্ট অফিসের আউটলেট খোলার জন্য মিনিমাম 5 হাজার টাকা ইনভেস্ট করতে হবে. যদি পোস্টাল এজেন্ট হতে চান সেক্ষেত্রে আরো ইন ইনভেসমেন্ট বেশি করতে হবে .
কিভাবে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি নেবেন তার সম্পূর্ণ ডিটেল ফর্মে দেওয়া আছে Click Here
2) CSP - র মাধ্যমে Bank Franchise - সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহক সেবা কেন্দ্র । প্রায় সব ধরনের রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংক সিএসপি ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে এবং কিছু কিছু প্রথমসারির প্রাইভেট ব্যাংক পিএসপি গ্রাহক সেবা কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে।
আপনি চাইলে যেকোনো একটি ব্যাংকের সিএসপি নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন এক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং অন্যান্য যে নিম্নলিখিত শর্ত গুলি আছে সেগুলি জানা খুবই প্রয়োজন-
প্রথমত আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং 18 বছরের উর্ধ্বে বয়স হতে হবে
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে.
UIDAI - দ্বারা স্বীকৃত একটি অনলাইন পরীক্ষায় পাশ করতে হবে। তারপর আপনার 7 থেকে 15 দিনের একটি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে যেখানে আপনাকে ব্যাংকের যাবতীয় কাজ শেখানো হবে.
গ্রাহক সেবা কেন্দ্র খোলার জন্য মিনিমাম ২৫০ থেকে ৩০০ স্কয়ার ফিটের জায়গা বা অফিস প্রয়োজন
আপনার নিজস্ব ইন্টারনেট কানেকশন কম্পিউটার বা ল্যাপটপ স্ক্যানিং মেশিন, লাইট, ইনভার্টার বা জেনারেটর এর ব্যবস্থা থাকতে হবে .
সিএসপি থেকে ইনকাম কেমন হতে পারে?
গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপির কাজ হল টাকা ডিপোজিট উইথড্র ব্যাংকের বিভিন্ন ক্রিম সম্পর্কে গ্রাহকদের জানানো এবং সেই স্কিম সেল করা এবং তার মাধ্যমেই কমিশন হিসেবে ইনকাম জেনারেট হবে.
সিএসপি থেকে আপনার মাসিক ইনকাম হতে পারে 15 থেকে কুড়ি হাজার টাকা এবং ধীরে ধীরে গ্রাহক সংখ্যা এবং আপনার এলাকায় পরিচিতি বাড়লে ইনকাম আরো বাড়বে.
কিভাবে সিএসকের জন্য এপ্লাই করবেন?
কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরাসরি কোনো ব্যক্তিকে সিএসপি প্রোভাইড করে না । ব্যাংক গুলি তাদের এজেন্ট এর মাধ্যমে সিএসপি প্রদান করে। এবং এজেন্টরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি হয়ে থাকে যারা আপনাকে নির্দিষ্ট ব্যাংকের সিএসপি প্রদান করবে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে।
আপনি যে ব্যাংকের সিএসপি নিতে ইন্টারেস্টেড। সেই ব্যাংকের ব্রাঞ্চ এর সরাসরি গিয়ে কথা বলতে হবে তারাই আপনাকে গাইড করে দেবে কোন কোম্পানি তাদের ব্যাংকের সিএসপি ফ্র্যাঞ্চাইজি প্রদান করবে সেই সম্পর্কে।
3) আধার ফ্র্যাঞ্চাইজি - UIDAI দ্বারা স্বীকৃত নির্দিষ্ট কিছু এজেন্সি আছে যারা অপারেটর এবং সুপারভাইজার নিয়োগ করে থাকে। এই অপারেটর সুপারভাইজার গুলিকে আধার ফ্র্যাঞ্চাইজি বলে।
আধার অপারেটর বা সুপারভাইজার যারা প্রার্থী হিসেবে কাজ করে এখানেই মূলত আধার এনরোলমেন্ট হয়ে থাকে। এই ফ্র্যাঞ্চাইজি তাহলে আপনাকে কতকগুলো স্টেপ ফলো করতে হবে-
প্রথমত, UIDAI সার্টিফিকেট পাওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা দিতে হবে এবং পাশ করলে তবেই আপনি আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি খোলার অনুমতি পাবেন.
এক্ষেত্রে আপনা আপনার 200 থেকে 300 স্কয়ার ফুটের দোকান বা অফিস থাকতে হবে
বয়স হতে হবে ন্যূনতম 21 বছরের ঊর্ধ্বে
ইনভেসমেন্ট হিসেবে লাগবে ল্যাপটপ /কম্পিউটার, ওয়েবক্যাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই আর আই এস স্ক্যানার, ইন্টারনেট কানেকশন ইত্যাদি.
আপনি যদি গভমেন্ট স্বীকৃত আধার সেন্টার খুলতে চান সেক্ষেত্রে সিএসসি রেজিস্ট্রেশন লাগবে. সিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি এর বিকেলটা দেখতে পারেন.
আধার ফ্র্যাঞ্চাইজি থেকে ইনকাম - কমিশন থেকেই আপনার ইনকাম হবে. প্রতিটা সাকসেসফুল আধার কার্ড জেনারেটর ক্ষেত্রে আপনার 35 টাকা কমিশন আছে এবং এই টাকা আপনি পাবেন আপনার এজেন্সী থেকে.
ব্যাংকের সিএসপি এবং আধার ফ্র্যাঞ্চাইজি দুটি একসাথে নিয়েও আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার একই খরচে দুটো কাজ হ্যে যাবে।




0 Reviews
if you have any doubts, please let me know